このブログを検索

2019年5月1日水曜日

令和元年

おはようございます。ついに来ました!令和!!おめでとうございます!!!


待ちわびていたこの時代。


素敵な時代になりますように。



জাপানের সম্রাট (আকিহিতো সামা )আজ ৩০ এপ্রিল বিদায় নিচ্ছেন। কাল পহেলা মে থেকে দায়িত্ব নিচ্ছেন তার বড় পুত্র যুবরাজ নারুহিতো সামা । আকিহিতো সামার বিদায়ে একটি যুগের অবসান শেষে নতুন যুগের শুরু হচ্ছে। গত দুইশ’ বছরে প্রথমবারের মতো দেশটির কোনো সম্রাট মৃত্যুর আগেই সিংহাসন ছাড়ছেন। এর আগে ১৮১৭ সালে এক সম্রাট ছেড়েছিলেন
আকিহিতো সামার দুই সন্তানের মধ্যে নারুহিতো বড়। নারুহিতো সামা (৫৯) অক্সফোর্ডে পড়ালেখা করেছেন। তিনি টেমস নদীর ওপর গবেষণাপত্রও লিখেছেন।

নতুন সম্রাটে নতুন যুগ

জাপানে যখন সম্রাট বদল হয় তখন নতুন যুগের সূচনা হয়। প্রত্যেক সম্রাটের রাজত্বের একটি নাম আছে যেটি খ্রিস্টীয় বর্ষপঞ্জির পাশাপাশি ব্যবহার করা হয়। নতুন সম্রাটের রাজত্বের নাম ঘোষণা করা হয়েছে ‘রেইওয়া’, যার বাংলা করলে দাঁড়ায় ‘শৃঙ্খলা এবং শান্তি’। এই প্রথমবারের মতো জাপানের একটি প্রাচীন কবিতা থেকে নামটি নেওয়া হয়েছে। এর আগে সম্রাট আকিহিতো সামার যুগের নাম ছিল ‘হেইসেই’, যার অর্থ ‘শান্তি অর্জন’।
এক সময় জাপানের জনগণ সম্রাট কে ঈশ্বর তুল্য মনে করতেন। জাপানের সম্রাট (আকিহিতো সামা )জনগণের সাথে সেই দূরত্ব দূর করে জনগণের অনেক কাছা কাছি আসেন। এই জন্য সম্রাট (আকিহিতো সামার )জনপ্রিয়তা আকাশচুম্বী।
আমার জীবনের সব বড় বড় ঘটনা ও জীবনের সেরা সময় গুলো এই সম্রাট এর শাসন কাল হেইসেই যুগে হয়েছে। তাই অনেক জাপানিজের মত এই সম্রাটের বিদায় কালে কেমন জানি খারাপ লাগছে। সম্রাট আকিহিতো সামা ও নুতুন সম্রাট নারুহিতো সামার সুস্বাস্থ্য কামনা করছি।




2018年12月22日土曜日

ベンガル語で新年を祝おう!素敵なベンガル語フレーズ7選

あと10日で2018年も終わりますね。皆さんにとって、どんな一年でしたか?

私事ですが、ぎゅっと密度の濃い一年でした。バングラデシュとの関係性についていえば、大学での勉学をやめたことで遠く離れたようでいて、実は今までの人生で一番近くにバングラがあると思います。今年、バングラデシュへ足を運べたのは一度だけでしたが、日本に居ながらにして、ベンガル語の歌やバングラ人の友人にたくさん助けてもらいました。

さてさて。

新しい年を迎える準備!せっかくだったら、ベンガル語で新しい一年のスタートをきってみませんか。今回は、そんな「お正月に役立つベンガル語フレーズ7選」です。さっそく学んでいきましょう♡


ちなみに。来年、2019年は、ベンガル暦では1426年だそうです:)))
フォントがかわいい☺




1.নববর্ষ দিবস

<のぼぼるしょ でぃぼしゅ>


2018年12月21日金曜日

《জাপানি ব্যাকরণ》「ながら(~তে ~তে)」



「~ながら」(Minna no Nihongo 28 )


মানে:<A  তে A তে    B >

ভাষ্য:প্রায় একই ব্যাকরণ, কিন্তু একটি সতর্কতা আছে।